Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরিকল্পিত নগরায়ন মানুষের জীবনমানের অবনতি ঘটাচ্ছে: উপদেষ্টা আদিলুর

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৩:৩৫

‘বিশ্ব বসতি দিবস ২০২৫’ উপলক্ষে আলোচনা সভায় কথা বলছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অপরিকল্পিত নগরায়ন দেশের মানুষের জীবনমানের অবনতি ঘটাচ্ছে। নগর পরিকল্পনা করতে গেলে পরিকল্পিত বাসযোগ্যনগর গড়ে তোলা, ভূমির সুষ্ঠু ব্যবহার, অবকাঠামো উন্নয়ন, নদী-খাল রক্ষা করা এসব বিষয়ের ওপর জোর দিতে হবে। সমন্বিতভাবে এবং পরিকল্পিতভাবে বসতি গড়ে তোলার চিন্তা করতে হবে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে ‘বিশ্ব বসতি দিবস ২০২৫’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকায় একজন লোক কতটি প্লট কিনতে পারে এমন প্রশ্ন করলে বলা হয় মুক্ত অর্থনীতিতে এর লিমিট নাই। বসতি একজন মানুষের মৌলিক অধিকার। বসতির জন্য যদি সমুদ্রের পানিতে এক তৃতীয়াংশ মানুষ তলিয়ে যায় তাদের কথাও ভাবতে হবে। সরকারের পাশাপাশি সিএসআরদেরও কাজ করতে হবে। ঢাকা কেন্দ্রীক বা বড় বড় শহরে প্লট দেওয়া বন্ধ করে বরং ফ্ল্যাটকেন্দ্রীক হওয়া উচিত। আমার একটা প্লট পেলে খুশি হই কিন্তু একটা ফ্ল্যাট পেলে খুশি হই না।

বিজ্ঞাপন

তিনি বলেন, বসতি মানে শুধু ফ্ল্যাট না। অনেককে সরকারিভাবে ঘর দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই সেখানে থাকছে না। কারণ, সেখানে জীবিকার ব্যবস্থা করা হয়নি। আমাদের একটা মডেল তৈরি করা দরকার। ফ্ল্যাটের পাশাপাশি দূর্যোগ সহনশীল বসতির কথা ভাবতে হবে। বন্যা, নদীভাঙন অঞ্চলে এসব বসতির কথা ভাবা জরুরি হয়ে পড়েছে যা টেকসই হবে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহনশীল হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, বস্তি কিন্তু কোনো বসতি না। নিতান্ত বাধ্য না হলে কেউ বস্তিতে থাকতে চায় না। বস্তিবাসীর পূনর্বাসন না করে মানুষ যেন বস্তিবাসীর শরণাপন্ন না হয়, সেভাবে পরিকল্পনা হতে হবে। বস্তিতে যেন থাকতে না হয় সে জন্য নদী ভাঙন লোকজনদের জায়গাতেই বসতি নির্মাণ সম্ভব। বিকেন্দ্রীকরণ, পার্টনারশিপ, সবুজায়ন, দুর্যোগ সহনশীলতার মাধ্যমে আমরা নিরাপদ বসতি গড়তে পারি।

বসতি নির্মাণে দরিদ্র ও মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি দরিদ্র, মধ্যবিত্তদের। তারা যেন সঠিক সেবা পায়। দুর্নীতিকে পিছনে ফেলে আমার যেন তাদের পাশে দাঁড়াতে পারি এটাই আমাদের অঙ্গীকার।

বসতি নির্মাণ করতে গিয়ে পরিবেশকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন, আমাদের সঠিক পরিকল্পনার ঘাটতি আছে। আবাসনের নামে জলাশয়গুলো ভরাট করা হচ্ছে। জলাশয় ভরাট করে আবাসন যেন করা না হয় সেই দিকে নজর দেওয়া দরকার। এসব ক্ষেত্রে সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। সরকারি ও বেসরকারি এক সঙ্গে পরিকল্পিতভাবে আগালে দরিদ্ররা আবাসনের সুযোগ পাবে। না হলে তারা পিছিয়েই থাকবে।

সারাবাংলা/এমএইচ/এনজে

উপদেষ্টা নগরায়ন