লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় রাকিবুল হাসান মাসুদ নামে এক আওয়ামী লীগ নেতাকে ফের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাসুদ রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগেও একই মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে বের হন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।