Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দপুরে এস আলম গ্রুপের বিচারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৫:৩৩

চাকুরি প্রত্যাশীদের মানবন্ধন।

নীলফামারী: দেশের অর্থনীতি তথা ব্যাংকিং খাতের মাফিয়া গ্রুপ এস আলম গংদের বিচারের দাবিতে নিলফামারীর সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টায় ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখার সামনে বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এতে চাকুরি প্রত্যাশী গোলাম রব্বানী, নজরুল ইসলাম, আসিফ মাহমুদ, হায়দায় আলী, মারুফ খানসহ অন্যান্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিগত ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া, এস আলম কর্তৃক পাচারকৃত লাখ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে। যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সারাবাংলা/এনজে

এস আলম গ্রুপ বিচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর