Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে প্রথমবারের মতো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১৭:২৭

মেলার উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম)। ছবি: সংগৃহীত

সিলেট: সিলেটে প্রথমবারের মতো শুরু হলো ১৫ দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্যমেলা বাংলাদেশ-২০২৫। সোমবার (৬ অক্টোবর) সিলেট নগরীর সুবিদবাজারের খান প্যালেস কনভেনশন হলে মেলার উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম)।

বাণিজ্যমেলার আয়োজক মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে ও জান্নাতুল নাজনীন আশার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা ও ভারতের ব্যবসায়ী মিরাজ কাশ্মীর।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের আয়োজনে এটা আমাদের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য একটা মহা সম্ভবনার দুয়ার। সিলেটে প্রথমবারের মতো এই মেলার আয়োজন নিঃসন্দেহে এই অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও পর্যটনের জন্য যুগান্তকারী পদক্ষেপ।

তিনি আরও বলেন, মেলার মাধ্যমে দেশি-বিদেশি উদ্যোক্তা একই প্লাটফর্মে এসে নিজেদের পণ্যের প্রচার ও প্রসারের সুযোগ পাচ্ছেন। যার ফলে ব্যবসার শুধু প্রসার নয় পারস্পারিক সম্পর্ক ও প্রযুক্তি বিনিময় হচ্ছে। এই আয়োজন আমাদের তরুণী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এবং দেশের রপ্তানি বাণিজ্যকে বহু দূরে এগিয়ে নিয়ে যাবে। এই মেলার মাধ্যমে অনেক নারী উদ্যোক্তা বেরিয়ে আসবে। সিলেট শহরকে শিল্পায়ন নগরী হিসেবে গড়ে তুলতে সব ধরনের সুযোগসুবিধার আশ্বাস দেন তিনি।

মেলায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, ইরানসহ দেশিবিদেশি শতাধিক স্টল রয়েছে। ৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ টিকেট ২০ টাকা। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

সারাবাংলা/জিজি

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্যমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর