Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়িয়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৭:২১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১৮:০০

যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুল। ছবি: সংগৃহীত

শরীয়তপুর: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টায় অনলাইনে প্রচারণা এবং হরতালে সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নড়িয়া থানা পুলিশসূত্রে জানা যায়, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকার পরেও জুলিয়া হাসান পারুল অনলাইনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন এবং গোপনে দলীয় বৈঠক আয়োজনসহ দল পুনর্গঠনের চেষ্টা করছিলেন। পাশাপাশি গত ২০ জুলাই আওয়ামী লীগের ডাকা হরতালের সময় নড়িয়ার মাঝিরহাট এলাকায় ঢাকা–শরীয়তপুর মহাসড়কে অবরোধ করে গাছ পোড়ানোর ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় নড়িয়া থানায় দায়ের হওয়া মামলায় সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিত যুব মহিলা লীগ নেত্রী জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/জিজি

গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী