Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২ সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৭:৫০ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১৯:০৩

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। অন্যথায় ‘পরিণতি ভালো হবে না’ বলে ‍হুঁশিয়ার করেছেন সাংবাদিক নেতারা।

সোমবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) যৌথ উদ্যোগে নগরীর জামালখানে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে।

রোববার সকালে ‘সন্ত্রাস কবলিত’ জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়ে আহত হন এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ।

বিজ্ঞাপন

এর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি বলেন, ‘জঙ্গল সলিমপুর নিয়ে বারবার গল্প লিখে দায় এড়ানোর চেষ্টা আর চলবে না। অবিলম্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে নিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এলাকাটি সরকারি তফসিলভুক্ত জমি হিসেবে পুনর্গঠন করা জরুরি।’

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ছিনতাই হওয়া সরঞ্জাম উদ্ধার ও হামলাকারীদের গ্রেফতার করা না হলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেন জাহিদুল করিম কচি।

মানববন্ধনে বাসসের জ্যেষ্ঠ্য প্রতিবেদক মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ও কালের কণ্ঠ পত্রিকার ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাবের স্থায়ী সদস্য শহীদুল ইসলাম, নগর নিউজের নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম, আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, পূর্বদেশ পত্রিকার জ্যেষ্ঠ্য প্রতিবেদক ফারুক আব্দুল্লাহ, দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী লুনা, দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ফারুক মুনির ও এটিএন বাংলার জ্যেষ্ঠ্য প্রতিবেদক মনিরুল ইসলাম পারভেজ।

এর আগে, শনিবার (৪ অক্টোবর) সকালে জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় গণপিটুনিতে একজন নিহত এবং আরও কমপক্ষে ১৪ জন আহত হন। পুলিশের ভাষ্য অনুযায়ী, যুবদল নেতা রোকন উদ্দিনের নেতৃত্বে খাস জমি দখল করেত যাওয়া সন্ত্রাসীদের আটকে গণপিটুনি দিয়েছিল সেখানকার বাসিন্দারা, যারা আগে থেকে সেই জায়গাগুলো দখল করে বসতি গড়ে তুলেছে।

এ ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহের জন্য জঙ্গল সলিমপুর এলাকায় গিয়ে হামলার শিকার হন সাংবাদিক হোসাইন জিয়াদ ও পারভেজ। হামলার সময় তাদের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। ক্যামেরাও ভেঙে দেওয়া হয়।

সারাবাংলা/আরডি/এইচআই

৪৮ ঘণ্টার আলটিমেটাম মানববন্ধন সাংবাদিক হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর