রাজবাড়ী: মা ইলিশ সংরক্ষণ অভিযানের তৃতীয় দিনে রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। একই অভিযানে একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করে নিলামে বিক্রি করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান। অভিযান চালানো হয় পদ্মা নদীর কলাবাগান ছাত্তার মেম্বার পাড়া এলাকায়।
জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই সময় সরকার সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কিছু অসাধু ও মৌসুমি জেলে এই নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামছেন মাছ ধরতে। এই পরিস্থিতিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সকাল থেকেই পদ্মা নদীতে অভিযান শুরু করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছগুলো একটি মাদরাসায় বিতরণ করা হয়। অভিযানের সময় জেলেরা নৌকা ফেলে পালিয়ে যায়। আটক করা নৌকাটি পরে ৩৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়, যা সরকারি কোষাগারে জমা হবে বলে জানা গেছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, ‘২২ দিন জেলেরা কোনোভাবেই নদীতে নামতে পারবে না। জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি মৎস্য বিভাগও নিয়মিত নজরদারি করছে। আমাদের এ অভিযানে নৌ পুলিশ ও কোস্ট গার্ড সহযোগিতা করছে। এ অভিযান চলমান থাকবে।’