Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত অর্থবছরে সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা ১৬ কোটি ৩৩ লাখ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৯:৪২ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ২১:১৬

ঢাকা: সর্বজনীন পেনশন স্কিমে চাঁদাদাতাদের জমাকৃত অর্থে গত ২০২৪-২৫ অর্থবছরে ১৬ কোটি ৩৩ লাখ টাকা মুনাফা অর্জিত হয়েছে। সর্বোচ্চ মুনাফা প্রাপ্তির হার ১১ দশমিক ৬১ শতাংশ।

সোমবার (০৬ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত ‘জাতীয় পেনশন কর্তৃপক্ষ’-এর পরিচালনা পর্ষদের ৩য় সভায় এ তথ্য তুলে ধরা হয়। পেনশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন খানসহ পরিচলনা পর্ষদের অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

সভায় জানানো হয়, গত ২০২৪-২৫ অর্থবছর শেষে মোট ৩ লাখ ৭৩ হাজার ৯৮৭ জন চাঁদাদাতার মাসিক চাঁদা এবং এর আগের ২০২৩-২৪ অর্থ বছরের প্রারম্ভিক স্থিতিসহ মোট জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকা।

বিজ্ঞাপন

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, চাঁদার হিস্যা অনুযায়ী প্রাপ্য বিনিয়োগ মুনাফা বিনিয়োগকারীদের পেনশন হিসাবে প্রদান করা হবে। চাঁদাদাতারা তাদের পেনশন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রাপ্ত মুনাফার পরিমাণ দেখতে পারবেন।

সোমবার সচিবালয়ে ‘জাতীয় পেনশন কর্তৃপক্ষ’-এর পরিচালনা পর্ষদের ৩য় সভা অনুষ্ঠিত হয় -(ছবি : সংগৃহীত)

অর্থ মন্ত্রণালয় ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানায়, সভায় সুরক্ষা স্কিমে চাঁদার হার বাড়ানো; আউটসোর্সিং সেবাকর্মীদের পেনশন স্কিমে সম্পৃক্ত করা; সর্বজনীন পেনশন স্কিমের ইসলামিক ভার্সন চালু ও পেনশন স্কিমে বীমা সুবিধা চালুর বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে আত্মকর্মসংস্থানে নিয়োজিত উচ্চ আয়ের নাগরিকদের আকৃষ্ট করার লক্ষ্যে প্রগতি পেনশন স্কিমের সাথে সামঞ্জস্য রেখে সুরক্ষা স্কিমে সর্বোচ্চ মাসিক জমার হার ১৫ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। বর্তমানে এ স্কিমে সর্বোচ্চ মাসিক চাঁদার হার ৫ হাজার টাকা। সর্বোচ্চ চাঁদার সীমা বাড়ানোর বিষয়ে সভায় বলা হয়, সুরক্ষা স্কিমটি আত্মকর্মসংস্থানে নিয়োজিতদের জন্য। এই ক্যাটাগরিতে যেমন নিম্ন আয়ের লোক রয়েছেন, তেমনি উচ্চ আয়ের লোকও রয়েছেন।

আউটসোর্সিং সেবাকর্মীদের পেনশন স্কিমে সম্পৃক্ত করার বিষয়ে সভায় বলা হয়, অর্থ বিভাগ কর্তৃক জারীকৃত আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫- এর আওতায় আউটসোর্সিং সেবাকর্মীদের জন্য সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। আউটসোর্সিং সেবাকর্মীরা প্রগতি স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। প্রগতি স্কিমের সর্বনিম্ন মাসিক চাঁদার হার ১ হাজার টাকা হলেও শুধু আউটসোর্সিং সেবাকর্মীদের জন্য প্রগতি স্কিমে সর্বনিম্ন মাসিক চাঁদার হার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সামর্থ্য থাকলে সেবাকর্মীরা উচ্চতর স্তরের চাঁদায় অংশগ্রহণ করতে পারবেন। আউটসোর্সিং সেবাকর্মীদের এ স্কিমে অংশগ্রহণের জন্য মাসিক চাঁদার পুরোটাই সেবাকর্মীরা বহন করবেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন অংশগ্রহণ থাকবে না।

সর্বজনীন পেনশন স্কিমের ইসলামিক ভার্সন চালুর বিষয়ে সভায় এ সংক্রান্ত সর্বোচ্চ প্র্যাকটিসগুলো পর্যালোচনা করে এ-সংক্রান্ত ধারণাপত্র তৈরির কাজ সম্পন্ন করে সর্বজনীন পেনশন স্কিমের ইসলামিক ভার্সন চালুর উদ্যোগ নেওয়ার ওপর গুরত্বারোপ করা হয়।

পেনশন স্কিমে বীমা সুবিধা চালুর বিষয়ে সভায় বলা হয়, সর্বজনীন পেনশন স্কিমে বীমা সুবিধা চালুকরণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। অ্যাকচ্যুয়ারি এনালাইসিস-এর ভিত্তিতে এ বিষয়ে ধারণাপত্র তৈরির কাজ জরুরি ভিত্তিতে সম্পন্ন করার জন্য পরিচলনা পর্ষদ কর্তৃক জাতীয় পেনশন কর্তৃপক্ষ-কে পরামর্শ দেওয়া হয়।

সারাবাংলা/এসআর

২০২৪-২৫ অর্থবছরে মুনাফা সর্বজনীন পেনশন স্কিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর