ঢাকা: সদ্য সমাপ্ত সেপ্টেম্বর শেষে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশ। এর আগে গত আগস্টে এ হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।
সোমবার (০৬ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।
পর্যালোচনায় দেখা যায়, মূল্যস্ফীতি বাড়লেও গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এবার মূল্যস্ফীতির হার কম। গত ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।
বিবিএস-এর তথ্য মতে, গত সেপ্টেম্বর শেষে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতে মূল্যস্ফীতি বেড়েছে। আলোচ্য মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে যথাক্রমে ৭ দশমিক ৬৪ শতাংশ এবং ৮ দশমিক ৯৮ শতাংশ। এর আগের মাসে তথা গত আগস্টে এ দুই হার ছিল যথাক্রমে ৭ দশমিক ৬০ শতাংশ এবং ৮ দশমিক ৯০ শতাংশ।
অন্যদিকে গত ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ১০ দশমিক ৪০ শতাংশ এবং ৯ দশমিক ৫০ শতাংশ।