Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকাসক্ত বাবার দায়ের কোপে কন্যাশিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ২১:১১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ২৩:১৪

ঘাতক ফারুক হোসেন।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মাদকাসক্ত যুবক ফারুক হোসেনের দায়ের কোপে তার ৫ বছরের কন্যাশিশু ফারিহা সুলতানা নিহত হয়েছে। পুলিশ ঘাতক বাবাকে আটক করেছে।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আটক ফারুক আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারুক মাদকাসক্ত। ঘটনার সময় যেকোনো বিষয়ে পরিবারের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের মেয়ে ফারিহাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে বাড়ির পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

বিজ্ঞাপন

তেওয়ারিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান বলেন, ‘বাড়ির বাসিন্দারা জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে ঘাতককে আটক করে।’

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘আমরা ঘটনাস্থল এসেছি। ঘটনাটি মর্মান্তিক। ঘাতককে আটক করা হয়েছে।’