রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
৯ জুলাই ২০১৮ ১৬:২৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীতে পৃথক দুর্ঘটনায় এক কিশোর ও এক নারীর মৃত্যু হয়েছে। খিলক্ষেত খাঁ পাড়ার রেল লাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ১৪ বছরের এক কিশোর এবং খিলগাঁও পুলিশ ফাড়ির বিপরীত পাশের রেল লাইন থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ জুলাই) সকালে খিলক্ষেত ও গত রাত ১২টার দিকে খিলগাঁও থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, সকালের দিকে খিলক্ষেত খাঁ পাড়া রেললাইন দিয়ে পায়ে হেঁটে অতিক্রম করার সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলেই মারা যায় ওই কিশোর। সে সময় তার পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট ও গেঞ্জি ছিল।
তিনি আরও জানান, এদিকে গতরাতে খিলগাও পুলিশ ফাঁড়ির উল্টা পাশে রেললাইনে ঢাকাগামী একটি ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের বাড়ি খেয়ে গুরুতর আহত হয় অজ্ঞাতনামা এক নারী। পরে পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সারাবাংলা/এসএসআর/এমআই