ঢাকা: রাজধানীর আগারগাঁও এলজিইডি ভবন থেকে এক ভুয়া ডিজিএফআই কর্মকর্তাকে আটক করেছে সেনাবাহিনী। যিনি নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে লোক নিয়োগে প্রভাব খাটানোর চেষ্টা করছিলেন।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে এলজিইডি ভবন থেকে তাকে আটক করা হয়। আইএসপিআর থেকে এ তথ্য জানানো হয়েছে।
ওই ব্যক্তি একজন চাকুরিচ্যুত সেনাবাহিনীর সার্জেন্ট শাহিনুর (৫২)।
জানা যায়, শাহিনুর নিজেকে ডিজিএফআই-এর একটি গুরুত্বপূর্ণ পদে (সিনিয়র ওয়ারেন্ট অফিসার) কর্মরত বলে দাবি করে এলজিইডির পরিচালক কার্যালয়ে প্রবেশ করেন এবং সেখানে লোক নিয়োগে সহায়তার জন্য দাফতরিক চাপ দেওয়ার চেস্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় এলজিইডির পরিচালক সরাসরি ডিজিএফআই-এর সঙ্গে যোগাযোগ করেন এবং নিশ্চিত হন যে শাহিনুর নামে ওই ব্যক্তি ডিজিএফআই-এর কেউ নন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এলজিইডি কর্তৃপক্ষ শেরে বাংলা সেনা আর্মি ক্যাম্পে অবহিত করলে সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে দ্রুত পৌঁছে প্রতারক শাহিনুরকে আটক করেন।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসে যে এক ব্যক্তি নিজেকে ডিজিএফআই এর কর্মকর্তা পরিচয় দিয়ে এলজিইডি অফিসে কয়েকজন ব্যক্তিকে চাকুরি দেওয়ার জন্য প্রভাব বিস্তারের চেষ্টা করছে। পরে আমাদের টহল দল জানতে পারে ওই ব্যক্তি আসলে ডিজিএফআইয়ের কেউ নয়। তিনি সার্জেন্ট থাকা অবস্থায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০০৮ সালে সেনাবাহিনী হতে বহিষ্কৃত হন। সেখানে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে শের-ই-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
জনসাধারণের কাছে এ রকম আরও কোনো তথ্য থাকলে নিকটস্থ সেনা ক্যাম্পে যোগাযোগ করার জন্য এই সেনা কর্মকর্তা অনুরোধ করেন।