ঢাকা: টানা ১২তম বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জের জাতীয় পর্ব। তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর আয়োজনে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর পৃষ্ঠপোষকতায় হ্যাকাথনটি সম্পন্ন হয়।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে প্রথমবারের মতো ভার্চুয়ালি শুরু হওয়া এই হ্যাকাথন চলে একটানা ৩৬ ঘন্টা। সোমবার (৬ অক্টোবর) বেসিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের আসরে দেশের নয়টি অঞ্চলের তিন হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেয় এবং প্রায় ৫০০টি প্রকল্প জমা পড়ে। বাংলাদেশে বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লা — মোট নয়টি শহরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের আসরে বিজয়ী টিমসমূহ:
- ঢাকা: চ্যাম্পিয়ন টিম ক্রোনজ, ১ম রানার আপ টিম অ্যাস্ট্রো–৪, ২য় রানার আপ টিম স্পেস কিটি।
- বরিশাল: চ্যাম্পিয়ন টিম পোলারিস, ১ম রানার আপ টিম সিরিয়াস, ২য় রানার আপ টিম লেনিয়াকি।
- চট্টগ্রাম: চ্যাম্পিয়ন টিম এক্সোভিশনারিস, ১ম রানার আপ টিম কুয়েট মঙ্গলচারী, ২য় রানার আপ টিম মেটিওর গার্ডিয়ান্স।
- কুমিল্লা: চ্যাম্পিয়ন টিম নো ম্যাডস, ১ম রানার আপ টিম কুয়েন্টিসেন্স মাইনাস ইনফিনিটি, ২য় রানার আপ টিম ইকিলিপজড।
- খুলনা: চ্যাম্পিয়ন টিম ওয়াসিস, ১ম রানার আপ টিম অ্যাটলাস, ২য় রানার আপ টিম অব্লিভাইট।
- ময়মনসিংহ: চ্যাম্পিয়ন টিম নিউ বাইস, ১ম রানার আপ টিম সফট স্যাসি, ২য় রানার আপ টিম অ্যাস্ট্রা ফাইন্ড।
- রংপুর: চ্যাম্পিয়ন টিম ফাঁকিবাজ, ১ম রানার আপ টিম স্পেস স্কোয়াড, ২য় রানার আপ টিম এস্পেক্ট্রা।
- রাজশাহী: চ্যাম্পিয়ন টিম মাইনাস ওয়ান, ১ম রানার আপ টিম অরা, ২য় রানার আপ টিম টেরা ফার্ম।
- সিলেট: চ্যাম্পিয়ন টিম কোড ক্র্যাকার্স, ১ম রানার আপ টিম এআইবিএ স্পেস ওয়েভ, ২য় রানার আপ টিম উল্কা।
উল্লেখ্য, ২০১৮ সালে ‘লুনার ভিআর প্রজেক্ট’ বেস্ট ইউজ অব ডাটা ক্যাটাগরিতে চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা দিবে এমন ভার্চুয়াল অ্যাপ্লিকেশন তৈরি করে বিশ্ব চ্যাম্পিয়ন হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অলীক। ২০২১ সালে ‘বেস্ট মিশন কনসেপ্ট’ ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) সম্মিলিত দল ‘টিম মহাকাশ’ এবং ২০২২ সালে “টিম ডায়মন্ডস” – “সবচেয়ে অনুপ্রেরণামূলক” বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩-এর বেস্ট স্টোরিটেলিং ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম ভয়েজার্স। এবার হ্যাকাথনের টাইটেল স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।