Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিরের আক্রমণে আহত জেলেকে বন বিভাগের আর্থিক সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ০০:৫৯

বাগেরহাট: পূর্ব সুন্দরবনে কুমিরের আক্রমণে আহত জেলে সাইফুল জমাদ্দারকে আর্থিক সহায়তা দিয়েছে বন বিভাগ। সোমবার (৬ অক্টোবর) সকালে এক লাখ টাকার ক্ষতিপূরণের চেক তার হাতে তুলে দেওয়া হয়।

জানা যায়, মোংলা উপজেলার জয়মনি গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাইফুল জমাদ্দার ২০২৪ সালের ৭ অক্টোবর পশুর নদীতে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হন। সহকর্মী জেলেরা তাকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত ব্যক্তির ক্ষতিপূরণ বিধিমালা ২০২১ অনুযায়ী সাইফুল জমাদ্দারকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। বনবিভাগের পাশ পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশের পর কেউ বন্যপ্রাণীর আক্রমণের শিকার হলে বিভাগ থেকে এ ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এটি বনবিভাগের মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিয়মিতভাবে দেওয়া হয়ে থাকে।’

সারাবাংলা/এসএস

আক্রমণ আর্থিক আহত কুমির জেলে বন বিভাগ সহায়তা সুন্দরবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর