Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনে পশ্চিমা যন্ত্রাংশ পাওয়া গেছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর ২০২৫ ০৮:৩৬ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৩:৫৮

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইউক্রেনের ওপর যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, সেগুলোর ভেতর বহু পশ্চিমা দেশের কোম্পানির তৈরি যন্ত্রাংশ পাওয়া গেছে।

সোমবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, গত দুই রাতে ইউক্রেনে চালানো রুশ হামলায় ব্যবহৃত শত শত অস্ত্রের মধ্যে পশ্চিমা কোম্পানির তৈরি হাজারো অংশ (যন্ত্রাংশ) রয়েছে।

তিনি বলেন, এসব যন্ত্রাংশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, তাইওয়ান ও চীনের কোম্পানিগুলো থেকে এসেছে।

জেলেনস্কির দাবি, রাশিয়ার ড্রোনগুলোতে বিদেশি কোম্পানির প্রায় এক লাখ ৬৮৮টি উপাদান (যন্ত্রাংশ) পাওয়া গেছে। ইসকান্দার ক্ষেপণাস্ত্রে প্রায় এক হাজার ৫০০টি, কিনঝাল ক্ষেপণাস্ত্রে ১৯২টি এবং কালিব্র ক্ষেপণাস্ত্রে ৪০৫টি বিদেশি অংশ ব্যবহৃত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ইউক্রেন এরইমধ্যে এসব কোম্পানি ও পণ্যের বিস্তারিত তথ্য তাদের আন্তর্জাতিক অংশীদারদের (সহযোগী দেশগুলোর) কাছে পাঠিয়েছে।

জেলেনস্কি বলেন, রাশিয়া ও তার যুদ্ধকে পরোক্ষভাবে সহযোগিতা করা সংস্থাগুলোর বিরুদ্ধে ইউক্রেন নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, রাশিয়ার যুদ্ধযন্ত্রে যারা অবদান রাখছে, তাদের সবাইকে দায় নিতে হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালায়। এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এমন অবস্থায় রুশ অস্ত্রে ওই দেশগুলোর তৈরি যন্ত্রাংশ থাকার অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর