Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিনশাসার বাতাসে সবচেয়ে বেশি দূষণ, ঢাকার অবস্থান ১৪তম

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১১:০৭

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে থাকলেও, সম্প্রতি রাজধানীর বায়ুমান কিছুটা উন্নতির দিকে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৯৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪তম স্থানে রয়েছে ঢাকা। এ স্কোর অনুযায়ী ঢাকার বায়ুমানকে ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়েছে।

অন্যদিকে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা ১৬৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে কুয়েত সিটি (১৫৪), তৃতীয় স্থানে ভারতের কলকাতা (১৫২), চতুর্থ স্থানে বাহরাইনের মানামা (১৫১) এবং পঞ্চম স্থানে উজবেকিস্তানের তাশখন্দ (১৪৭) অবস্থান করছে।

বিজ্ঞাপন

বায়ুর মান নির্ধারণে ব্যবহৃত একিউআই (Air Quality Index) স্কোর অনুযায়ী,

০ থেকে ৫০: ভালো
৫১ থেকে ১০০: মাঝারি
১০১ থেকে ১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১ থেকে ২০০: অস্বাস্থ্যকর
২০১ থেকে ৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১ থেকে ৪০০: ঝুঁকিপূর্ণ

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে বায়ুদূষণ শ্বাসকষ্ট, হৃদরোগ ও শ্বাসযন্ত্রজনিত জটিলতা বাড়াতে পারে। তাই নাগরিকদের বিশেষ করে শিশু, প্রবীণ ও অসুস্থদের বাইরে বের হওয়ার সময় সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন তারা।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ঢাকায় বায়ুদূষণ বায়ুদূষণ

বিজ্ঞাপন

বিনা অভিজ্ঞতায় চাকরির সুযোগ
৭ অক্টোবর ২০২৫ ০৮:৫৫

আরো

সম্পর্কিত খবর