ফরিদপুর: ফরিদপুরে বোনের বিয়ের কেনাকাটা করতে গিয়ে বাস ও মোটরসাইকেল এর মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কজনক।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর-যশোর মহাসড়কের সদর উপজেলায় কানাইপুর ইউনিয়নের করিমপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের ফুরাদ মোল্লার ছেলে সোহান মোল্লা(২৫), ও সদর উপজেলার বাহিরদিয়া গ্রামের এনায়েত শেখের ছেলে রাতুল(১৮)।
আহত সোহানের চাচা লিখন মোল্লা জানান, সোহানের বোনের বিয়ে উপলক্ষ্যে তার খালাতো ভাই রাতুলকে সঙ্গে নিয়ে ফরিদপুরের কানাইপুর বাজারে আসার পথে মহাসড়কের করিমপুর এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে রাতুলের অবস্থা আশঙ্কাজনক।
করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী মোহাম্মদ সালাউদ্দিন জানান, সকাল সাড়ে ১০টায় যশোর থেকে বরিশালগামী কাজী পরিবহনের একটি বাস করিমপুর নামক এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহী দুই যুবক আহত হলে তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সে সময় চালক বাস রেখে পালিয়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।