Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎৪৯তম বিসিএস পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৪:০৯

ঢাকা: ‎৪৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে ‎বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ‎সেই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য ১৩ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

‎সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুধু ঢাকা শহরের ১৮৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে, যেখানে তিন লাখের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

বিজ্ঞাপন

‎পরীক্ষায় ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর, ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা হবে। পরীক্ষার মোট সময় দুই ঘণ্টা।

‎‎পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ৮ ডিজিটের, যা উত্তরপত্রের নির্ধারিত ঘরে কালো বলপেন দিয়ে লিখে বৃত্ত ভরাট করতে হবে। উত্তরপত্রে সেট নম্বর আগেই মুদ্রিত থাকবে, তাই আলাদা লিখতে হবে না। প্রশ্নপত্র পাওয়ার পর সেট নম্বর মিলিয়ে নিতে বলা হয়েছে।

‎পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ যন্ত্র, গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। গেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে।

‎পরীক্ষার সময় কোনো কানে আবরণ রাখা যাবে না। হিয়ারিং এইড ব্যবহার করতে হলে ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন বাধ্যতামূলক। নকল বা অনৈতিক প্রযুক্তি ব্যবহার ধরা পড়লে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ এবং বিসিএস পরীক্ষা বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

‎প্রতিবন্ধী পরীক্ষার্থীর আবেদনের ভিত্তিতে শ্রুতিলেখক নিয়োগ করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য প্রতি ঘণ্টায় ১০ মিনিট, অন্যান্য প্রতিবন্ধীদের জন্য প্রতি ঘণ্টায় ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।

‎এদিকে, ৪৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৬ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

৪৯তম বিসিএস পরীক্ষার আসনবিন্যাস