Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নাগরিক জোটের আত্মপ্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৬:৪২

ঢাকা: নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক কর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক জোট’ আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করে দলটি।

জাতীয় নাগরিক জোট একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যাবস্থা নির্মাণের লক্ষ্যে বাস্তবসম্মত টেকসই সংস্কারের দ্রুত বাস্তবায়ন চায়। দলটির নেতারা প্রতিনিধি হিসেবে বিবেচিত হবেন। প্রত্যেক প্রতিনিধি পাঁচজন সহপ্রতিনিধি নিয়ে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

এদের মধ্যে আছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান, দেশ বাচাও মানুষ বাচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, আমজনতা দলের সিনিয়র সহ সভাপতি কুলসুম সাধনা মহল, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভপতি মো. আতিকুর রহমান (রাজা) ও বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সমন্বয়ক মাহবুব আলম প্রমুখ।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের পাশাপাশি কিছু রাজনৈতিক দল সম্রাজ্যবাদী ও বৈদেশিক শক্তির প্রতি নতজানু আচরণ দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সংকটে ফেলছে। যার প্রতিফলন ঘটছে বিভিন্ন বৈদেশিক চুক্তি ও সমঝোতায় বাংলাদেশের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। এই প্রেক্ষাপটে, নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক কর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে “জাতীয় নাগরিক জোট” গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সারাবাংলা/জিএস/ইআ

জাতীয় নাগরিক জোট রাজনৈতিক দলের আত্মপ্রকাশ