Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ আবরার ফাহাদের স্মরণে ইবি-তে দোয়া মাহফিল

ইবি করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৬:৩১ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৭:০৬

আবরার ফাহাদ স্মরণে দোয়া মাহফিল। ছবি: সংগৃহীত

ইবি: ভারতীয় আধিপত্যবাদ ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শাহাদাত বরণ করা আবরার ফাহাদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান। দোয়া শেষে মসজিদের সামনে বৃক্ষরোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম, থিওলজি এন্ড ইসলামীক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘শহিদ আবরার আমাদের পরিবর্তিত ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল তারকা। ভারত গত রেজিমে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, এখনো তারা ফ্যাসিস্টকে আশ্রয় দিচ্ছে। মূলত তারা আমাদের দেশকে গিলে খেয়েছে। শহিদ আববার এই আগ্রাসনের বিরুদ্ধেই স্টাটাস দিয়েছিল। এজন্যই তাকে শহিদ করা হয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের বয়স বাড়লেও আবরারের চেতনা আমাদের মধ্যে রয়েছে। আমরা যত আগ্রাসনবাদবিরোধী, সম্রাজ্যবাদবিরোদী কাজ করব, সবকিছুর সওয়াব আবরার পাবে। নতুন প্রজন্মকে আরও বেশি করে আবরারকে জানতে হবে, আলোচনা করতে হবে। আবরারের স্পিরিটকে ধারণ করেই আমাদেরকে ফ্যাসিসটদের মোকাবেলা করতে হবে। আমরা হত্যার বদলে হত্যা, সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস দিয়ে মোকাবেলা করব না, বরং আমরা মোকাবেলা করব আমাদের আদর্শ দিয়ে। আবরার হোক আমাদের চেতনা ও প্রেরনা।’

সারাবাংলা/জিজি

আবরার ফাহাদ ইবি দোয়া মাহফিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর