Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ২৯ টাকা কমলো

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৯:৩২ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ২১:১১

-ছবি : প্রতীকী

ঢাকা: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাসের দাম ২৯ টাকা টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে অটোগ্যাস ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে বিইআরসি জানায়।

এর আগে গত সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। ওই মাসে প্রতি ইউনিট অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয় ৫৮ টাকা ১৫ পয়সা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত: কয়েক মাস ধরেই এলপি গ্যাসের দামের সূচক নিম্নমুখী রয়েছে। আমদানি নির্ভর এলপি গ্যাসের আন্তর্জাতিক বাজারদর কয়েক মাস ধরেই কমতির দিকে। গত জুনে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা, অটোগ্যাস ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।

তবে সাধারণত শীতকালে পশ্চিমা রাষ্ট্রগুলোতে এর চাহিদা বেড়ে গেলে দামও ঊর্ধ্বমুখী হয়ে থাকে।

আমদানি নির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলে প্রথম দর ঘোষণা হয়। ওই আদেশে বলা হয় সৌদির দর উঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে কখনই বিইআরসি’র নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না বলে ভোক্তাদের অভিযোগ রয়েছে।

সারাবাংলা/এসআর

অক্টোবরে এলপিজি’র দাম কমেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর