Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৯:৪৮ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ২১:১১

আটক মো. সুমন ফকির। ছবি: সংগৃহীত

বরিশাল: ‎ঝালকাঠির কাঁঠালিয়ায় সাথী আক্তার নামের এক গৃহবধুকে হত্যা মামলায় তার স্বামী মো. সুমন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাতে শৌলজালিয়া ইউনিয়নের বলতলা দোগনা বাজার ব্রীজের ওপর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সুমনকে মঙ্গলবার (৭ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে।

‎গ্রেফতার মো. সুমন ফকির (৩৮) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পূর্ব ছিটকি গ্রামের মো. এনছাপ আলী ফকিরের ছেলে।

‎মামলার বরাত দিয়ে কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, আট বছর পুর্বে উপজেলার পুর্ব ছিটকি গ্রামের এনছাপ আলী ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী বলতলা গ্রামের প্রবাসী আবদুস ছোমেদ খানের মেয়ে সাথী আক্তারের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দেয় স্বামী সুমন ও তার পরিবার। যৌতুকের তিন লাখ টাকা পরিশোধও করে সাথীর পরিবার। কিন্তু পুনরায় ৫ লাখ টাকা যৌতুক দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানায় সাথী আক্তার। এতে ক্ষিপ্ত হয়ে গত ৫ সেপ্টেম্বর রাতে সাথী আক্তারকে মারধর করে স্বামী ও তার পরিবারের লোকজন। গুরুতর আহত সাথী আক্তারকে পাশ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে তার পিতা আবদুস ছোমেদ। সেখানে দুইদিন চিকিৎসাধীন থেকে বাবার বাড়িতে আসে। গত ৫ অক্টোবর বিকেলে সাথী আক্তার মারা যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় সাথী আক্তারের পিতা মো.আবদুস ছোমেদ বাদী হয়ে সুমন ফকির তার পিতা-মাতাসহ পরিবারের পাঁচজনকে আসামী করে গত ৬ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। সাথী আক্তার দুই সন্তানের জননী।

‎ওসি মংচেনলা আরও জানান, হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/জিজি

স্ত্রী হত্যা স্বামী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর