Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক সমাবেশে তারেক রহমান
ক্ষমতায় এলে শিক্ষকদের চাকরি জাতীয়করণে পদক্ষেপ নেবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৯:৪৭ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ২১:৩২

শিক্ষক মহাসমাবেশে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় এলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ বিষয়ে ‘উচ্চপর্যায়ের কমিশন’ এবং শিক্ষা কারিকুলাম সংস্কারে ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করবে বিএনপি।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত শিক্ষক মহাসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন। বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এ সমাবেশ আয়োজন করে।

তিনি বলেন, ‘জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, চাকরি স্থায়ীকরণ ও জাতীয়করণের বিষয়টি ইতিবাচক বিবেচনার জন্য উচ্চপর্যায়ের কমিশন গঠন করা হবে ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

তারেক রহমান আরও জানান, প্রচলিত শিক্ষা কারিকুলামকে যুগোপযোগী করে তুলতে এবং ব্যবহারিক ও কারিগরি শিক্ষার ওপর জোর দিতে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে বিএনপি।

তিনি বলেন, ‘নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন না করতে পারলে এই প্রতিযোগিতার বিশ্বে আমাদের টিকে থাকা কঠিন হবে। তাই শিক্ষকদের সহযোগিতা নিয়েই জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপি কাজ করবে।’

সমাবেশে তারেক রহমান শিক্ষকদের মর্যাদা ও সম্মান পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘শিক্ষক সমাজের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সম্মান নিশ্চিত করা ছাড়া একটি আধুনিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। শিক্ষকতাকে সম্মানজনক ও প্রতিযোগিতামূলক পেশায় পরিণত করতেই বিএনপি কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘সমাজে শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে সমাজের ভাবমূর্তি বৃদ্ধি পায়। তাই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তুলতে শিক্ষকরাই সবচেয়ে যোগ্য ভূমিকা রাখতে পারেন।’

রাষ্ট্রীয় অনুষ্ঠানে শিক্ষকদের অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়ে তারেক রহমান বলেন, ‘স্বাধীনতা ও বিজয় দিবসের মতো জাতীয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে প্রতিটি স্কুলের অন্তত একজন শিক্ষককে আমন্ত্রণ জানানো উচিত। এতে রাষ্ট্র ও সমাজে শিক্ষকদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।’

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আফম ইউসুফ হায়দারসহ বিভিন্ন জেলার শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‘বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও প্রতিষ্ঠানের এমপিওভুক্তকরণ ও চাকরি জাতীয়করণ’-এর দাবিতে আয়োজিত এই মহাসমাবেশে সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন।

সারাবাংলা/এফএন/এইচআই

আন্তর্জাতিক শিক্ষক দিবস তারেক রহমান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর