Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পণ্য রফতানিতে স্থানীয় বিমা কোম্পানিগুলো ঝুঁকি কভারেজ দিতে পারবে

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৯:৫৫ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ২১:১১

ঢাকা: পণ্য রফতানি প্রক্রিয়ায় বিদেশি বিমা প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে নীতিমালা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ওপেন অ্যাকাউন্ট ক্রেডিট টার্মসের মাধ্যমে ঝুঁকি কভারেজ দিতে পারবে দেশিয় বিমা কোম্পানিগুলো।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলো এখন স্থানীয় বীমা কোম্পানি থেকে পেমেন্ট অ্যান্ডারটেকিং বা পেমেন্ট রিস্ক কভারেজ গ্রহণ করতে পারবে। এর আগে শুধুমাত্র বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট অ্যান্ডারটেকিংয়ের মাধ্যমেই ওপেন অ্যাকাউন্ট রফতানি সম্ভব ছিল।

বিজ্ঞাপন

নতুন নীতিমালা অনুযায়ী, দেশীয় বিমা কোম্পানির মাধ্যমে ইস্যু করা বৈদেশিক মুদ্রাভিত্তিক বিমা পলিসির আওতায় ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে রফতানি পরিচালনা করা যাবে। তবে রফতানি আয় দেশে প্রত্যবসিত না হলে বিমা দাবি বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করতে হবে। একইসঙ্গে বিমা কোম্পানিগুলো নিজস্ব নিয়ন্ত্রক কাঠামোর আওতায় বিদেশ থেকে পুনর্বিমা নিতে পারবে।

সার্কুলার অনুযায়ী, এই বিমা পলিসি অবশ্যই বৈদেশিক মুদ্রায় ইস্যু করতে হবে। আর রফতানি আয় দেশে ফেরত না আসলে বিমা কোম্পানিকে সেই দাবির টাকাও বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হবে। প্রয়োজনে বিমা কোম্পানিগুলোকে নিয়ম মেনে বিদেশ থেকে পুনর্বিমা (রি-ইন্স্যুরেন্স) নেওয়ারও সুযোগ দেয়া হয়েছে।

এছাড়া স্থানীয় বিমা কভারেজের ভিত্তিতে সংশ্লিষ্ট রফতানির বিপরীতে ব্যাংকগুলো রফতানি করা পণ্যের জন্য অর্থায়নও (পোস্ট-শিপমেন্ট ফাইন্যান্স) করতে পারবে।

সারাবাংলা/এসআর

পণ্য রফতানিতে বিমা ঝুঁকি বাংলাদেশ ব্যাংক সার্কুলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর