Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরার ফাহাদ বাংলাদেশের পক্ষের ঐক্যের প্রতীক: আখতার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ২০:৪২ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ২১:১০

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

ঢাকা: ফেসবুকে ভারতবিরোধী পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের হাতে নিহত আবরার ফাহাদকে বাংলাদেশের পক্ষের ঐক্যের প্রতীক হিসেবে বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের আয়োজনে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন ও আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, ‘জুলাই মাসে যেমন আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দলমতের ঊর্ধ্বে উঠে এক হয়েছিলাম, তেমনি আবরার ফাহাদের হত্যার পরও ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়েছিল ন্যায়বিচারের দাবিতে। ফ্যাসিবাদী আমলে সেটিই ছিল প্রথম ঐক্যবদ্ধ প্রতিরোধ।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আবরার ফাহাদ হত্যার পর ছাত্র অধিকার পরিষদ, শিবির, ছাত্রদল, বাম সংগঠনসহ সব ছাত্রসংগঠন ও সাধারণ মানুষ সংগঠিত হয়েছিল। কোনো সংগঠনিক কাঠামো ছাড়াই হাজার হাজার ছাত্র রাজু ভাস্কর্যের পাদদেশে ন্যায়ের দাবিতে একত্র হয়েছিল।’

জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, ‘আবরার ফাহাদ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার পক্ষে অবস্থান নিয়ে জীবন দিয়েছেন। আজকের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হলো সার্বভৌমত্বের সংকট। প্রতিবেশী দেশের আগ্রাসনের মুখে আবরার ছিলেন প্রতিরোধের প্রথম কণ্ঠ। তাই তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হয়ে থাকবেন যুগে যুগে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, প্রেস সচিব শফিকুল আলম এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ।

সারাবাংলা/এফএন/এইচআই

আখতার আবরার ফাহাদ এনসিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর