Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহজক্যাশ ‘ভুয়া প্রতিষ্ঠান’, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ২২:১৩ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ২২:৩৫

ঢাকা: সহজক্যাশ নামে কোনো প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেনের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতারণা এড়াতে প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো ধরনের লেনদেন বা আর্থিক প্রতিশ্রুতি না দিতে সকল নাগরিকদের প্রতি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকায় ’সহজক্যাশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঐ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি বর্তমানে প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় আছে।

বিজ্ঞাপন

তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, ’সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এমএফএস চালুর অনুমোদনের কোনো আবেদন পাওয়া যায়নি। আর বর্তমানে এ ধরনের কোনো আবেদন প্রক্রিয়াধীনও নেই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশের আর্থিক লেনদেন পরিচালনার অনুমোদন দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ হলো বাংলাদেশ ব্যাংক। তাই ’সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বা চাকুরির প্রতিশ্রুতি ‍দেওয়ার আগে সবাইকে সতর্ক থাকতে হবে।

সারাবাংলা/এসআই/এইচআই

বাংলাদেশ ব্যাংক সহজক্যাশ