সিলেট: সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, সিলেট নগরীতে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। তিনি জানিয়েছেন কেউ রেলের টিকিট কালোবাজারি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দক্ষিণ সুরমার মোগলাবাজার রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনা কবলিত ট্রেন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডিসি সারওয়ার আলম বলেন, সরকারি বাসা বা স্থাপনা সাবলেট (তৃতীয় পক্ষকে ভাড়া) দেওয়ার কোনো সুযোগ নেই। যারা এমন কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিলেট শহরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে রেলওয়েসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
রেলওয়ে টিকিট কালোবাজারি সম্পর্কে হুঁশিয়ারি দিলে তিনি বলেন, রেলওয়ে স্টেশনে কোনো দালালচক্র বা টিকিট কালোবাজারিকে কোনোভাবেই বরদাশত করা হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ট্রেন দুর্ঘটনার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ নিয়ে আমরা দুটি তদন্ত কমিটি করেছি। পাশাপাশি সিলেটের যাত্রীদের দুর্ভোগ কমাতে ট্রেন ও বগি বাড়ানোর বিষয়টি নিয়ে রেলওয়ের সঙ্গে কথা বলেছি।
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার রেলস্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে প্রায় ৩ ঘন্টা সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৯টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।