Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডে সিরিজ
বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ০৮:১৭ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১২:২৮

ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ-আফগানিস্তান

টি-২০ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে রীতিমত উড়ছে বাংলাদেশ। এবার ৫০ ওভারের ফরম্যাটে মুখোমুখি দুই দল। ওয়ানডে ফরম্যাটে দুই দলের লড়াইয়ে এগিয়ে আছে কে?

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে মোট ১৯ ম্যাচে। দুই দলের লড়াইয়ে এগিয়ে আছে বাংলাদেশই। তারা জিতেছে ১১ ম্যাচ। আফগানদের জয় ৮ ম্যাচে।

ঘরের মাঠে বাংলাদেশের জয় ৫ ম্যাচে। আফগানিস্তান নিজেদের মাঠে কখনোই বাংলাদেশকে হারাতে পারেনি।

অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। আফগানরা অবশ্য অ্যাওয়ে ম্যাচে ৫ বার হারিয়েছে বাংলাদেশকে।

নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশ জয় পেয়েছে ৬ ম্যাচে। আফগানরা নিরপেক্ষ ভেন্যুতে জয়ের স্বাদ পেয়েছে ৩ বার।

বিজ্ঞাপন

সবশেষ ওয়ানডে ফরম্যাটে দুই দলের দেখা হয়েছিল ২০২৪ সালের ১১ নভেম্বর। আরব আমিরাতে হওয়া সেই ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল আফগানরা।

দুই দলের সবশেষ ৫ দেখায়ও এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচে, আফগানদের জয় ২ ম্যাচে।

আজ সন্ধ্যা ৬টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ মুখোমুখি লড়াই

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর