মিয়ানমারের সামরিক জান্তা উত্তরাঞ্চলীয় শান রাজ্যের তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) নিয়ন্ত্রিত দুইটি শহরে বিমান হামলা চালিয়েছে। থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইরাওয়াডি’র বরাতে এ তথ্য জানা গেছে।
জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলের চাউং-উ টাউনশিপে একটি বৌদ্ধ উৎসব চলাকালে বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলাটি মিয়ানমারের প্রথাগত আলো উৎসব থাডিংইউতের পূর্ণিমার রাতে অনুষ্ঠিত মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানের সময় হয়।
সোমবার (৬ অক্টোবর) সকাল সাতটায় নামটু শহরের কেন্দ্রীয় বাজার এলাকা এবং হসিপাও শহরের টেলিকম অফিসের কাছে বোমা ফেলা হয়। স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে হামলার সময় মানুষ প্রার্থনা ও দান করতে মন্দিরে যাচ্ছিলেন।
টিএনএলএর বরাতে জানা গেছে, নামটুতে অন্তত ছয়টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি আংশিক ক্ষতিগ্রস্ত। হসিপাও শহরে এক বছরের এক শিশু ও দুইজন পুরুষ আহত হয়েছেন। চলতি মাসে এটি ওই এলাকায় চতুর্থ বিমান হামলা।
এর আগে শনিবার (৪ অক্টোবর) হসিপাওয়ের কিয়িনথি গ্রামে এক হামলায় দুইজন গ্রামীণ নাগরিক নিহত হন।
উল্লেখ্য, সাম্প্রতিক এসব হামলার লক্ষ্য টিএনএলএর দখলে থাকা সীমান্তবর্তী শহরগুলো পুনরুদ্ধারে চাপ সৃষ্টি করা। চীন ও মিয়ানমার জান্তা একত্রে এসব এলাকা ফেরত নিতে টিএনএলএর ওপর চাপ বাড়াচ্ছে।