Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের মেসি—প্রশংসা শুনে কী বললেন হামজা?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ০৯:২৩

অনুশীলনের ফাঁকে হামজা

গত কয়েক যুগের মধ্যে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা তিনি। ইংল্যান্ড থেকে বাংলাদেশে পাড়ি জমানো হামজা চৌধুরী বদলে দিয়েছেন দেশের ফুটবলের চালচিত্র। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে হামজা এখন ঢাকায়। দলের সঙ্গে প্রথম অনুশীলনের সময় হামজা বলছেন, ফুটবল একজনের খেলা নয়, দলীয়ভাবেই তাই ভালো করতে হবে বাংলাদেশকে।

লিওনেল মেসি যেমন আর্জেন্টিনা দলের প্রাণভোমরা, হামজাও বাংলাদেশ দলের জন্য তেমনই গুরুত্বপূর্ণ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে হামজার উদ্দেশে তাই প্রশ্ন ছিল এমনটাই, তিনিই কি বাংলাদেশের নতুন মেসি?

হামজা অবশ্য জবাবটা দিয়েছেন দারুণভাবেই। হামজা বলছেন, ফুটবল একার খেলা নয়, ‘অবশ্যই না। এটা দলীয় গেম। এমনকি মেসিও যদি বাংলাদেশের হয়ে খেলতেন, তবুও আমাদের ট্যাকটিকস ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতই। ফুটবল কখনো একজনের খেলা নয়। বিশেষ করে আমাকে কেন্দ্র করে তো নয়ই।’

বিজ্ঞাপন

হংকংয়ের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যয় ছিল হামজার চোখেমুখে, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যেভাবে একটা জাতি হিসেবে আছি, সেভাবেই ঐক্যবদ্ধ থাকা। ইনশা আল্লাহ, আমরা একসঙ্গে থাকলে সফল হতে পারব।’

বাংলাদেশ দলের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছেন হামজা, ‘আমি ভালোভাবে মানিয়ে নিছি। তৃতীয়বারের মতো আমি আইছি। আমার সম্পর্ক খুব ভালো অইছে, প্লেয়ারের সঙ্গে, কোচের সঙ্গে। টিম সপ্তাহখানেক ধরে কঠিন পরিশ্রম করতেছে। খুব ভালা লাগতেছে। আমরা জিতমু।’

আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইপর্বের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-হংকং।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-হংকং হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর