Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক জহির

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১০:৩৫

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের কমিটির সদস্যরা।

ঢাকা: জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের কেন্দ্রীয় পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন জিয়া শিশু কিশোর মেলার জাহাঙ্গীর শিকদার ও সাধারণ সম্পাদক হয়েছেন ইতি প্রকাশনের জহির দীপ্তি।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলাবাজারে সংগঠনের কার্যালয়ে বৈঠকের পর এই কমিটি ঘোষণা করা হয়। ২৭ সদস্যের কেন্দ্রীয় পুর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কাজী জহুরুল ইসলাম বুলবুল, পারফেক্ট পাবলিকেশন্স। সহ-সভাপতি মো. মনিরুল হক, অনন্যা। সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, হাসি প্রকাশনী। যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশিদ, বর্ণমালা প্রকাশনী। যুগ্ম সাধারণ সম্পাদক হা. ন.ম শরীফুল হক শাহ্জী, শাহ্জী প্রকাশনী। যুগ্ম সাধারণ সম্পাদক মো.আমিনুর রহমান, প্রান্ত প্রকাশন।

বিজ্ঞাপন

সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কালিকলম প্রকাশনা। সহ সাধারণ সম্পাদক মো. উমর ফারুক, ভাষাতরী প্রকাশনা। সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম হৃদয়, বাবুই প্রকাশনী। সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন কলি, কলি প্রকাশনী। দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম, তৃণলতা প্রকাশ। সহ-দফতর সম্পাদক মো. মহসিন রুবেল, মেরিট ফেয়ার প্রকাশন । অর্থ সম্পাদক মোহাম্মদ শিহাব উদ্দিন, বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স। সেমিনার সম্পাদক সাজেদা আলী হেলেন, নব আলো পাবলিকেশন্স। সহ-সেমিনার সম্পাদক এনাম রেজা, চমন প্রকাশ।

প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল্লাহ বিন কাসেম, নূর-কাসেম পাবলিশার্স। সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশোভন ইফতেখার শাওন, ধ্রুপদ সাহিত্যাঙ্গন। পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, দি রয়েল পাবলিশার্স। সাংস্কৃতি সম্পাদক মো. ফিরোজ মিয়া, নলেজ মিডিয়া। নির্বাহী সদস্য, ইকবাল হোসেন শানু, লাবনী; মো. তাজুল ইসলাম, বর্ণসাজ; ফজলুল হক মন্ডল, সূচয়নী পাবলিশার্স; মোহাম্মদ কাওসার আলম, নিউ নোভেল পাবলিকেশন্স; আবদুর রউফ বকুল, কথামেলা প্রকাশন; মো. জিয়া উদ্দিন জিয়া, জুঁই জেমি প্রকাশনী।

সারাবাংলা/এমএমএইচ/এনজে

জাতীয়তাবাদী সৃজনশীল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর