রংপুর: রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু মারা গেছেন।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি ঢাকা থেকে রংপুর ফেরার পথে অসুস্থতা বোধ করলে হলে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রংপুর মহানগর যুবদলের সিনিয়র আহ্বায়ক জহির আলম নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ১৯৮৭ সালে কারমাইকেল কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তার যাত্রা শুরু হয়। ১৯৯৫ সালে ছাত্রদলের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৪ সাল থেকে এক যুগ ধরে যুবদলের জেলা সাধারণ সম্পাদক এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। সবশেষ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার কাজ করে যাচ্ছিলেন।
জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, আনিছুর রহমান লাকুর বিদায় রংপুর বিএনপির সকল নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। তার আত্মার মাগফেরাত কামনা করছি।