Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জ থেকে এসে ঢাকায় নাশকতা, গ্রেফতার ১১

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১২:০৮ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১৩:৪৬

প্রতীকী ছবি

ঢাকা: গোপালগঞ্জ থেকে এসে রাজধানী ঢাকায় নাশকতা কর্মকাণ্ডের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত নেতাসহ ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আগত ছাত্রলীগের সাত নেতাসহ ১১ জন নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর