Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইফয়েডের টিকা নিতে জন্মনিবন্ধন বাধা তৈরি করবে না: ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৫:০৪ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১৬:৪২

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর সংবাদ সম্মেলন।

ঢাকা: উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেছেন, টাইফয়েডের টিকা নিতে জন্মনিবন্ধন কোনো বাধা তৈরি করবে না। জন্মনিবন্ধন না থাকলেও টাইফয়েডের টিকা নেওয়া যাবে। যাদের জন্মনিবন্ধন আছে এবং যাদের নাই, উভয়েই যেন সঠিকভাবে টিকা নিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর গুলশান নগর ভবনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইমরুল কায়েস বলেন, ডিএনসিসি এর ১০টি অঞ্চলে আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী মোট ১৮ কর্মদিবসে ২ হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন ছাত্র-ছাত্রী ও কমিউনিটির প্রায় ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশুসহ মোট ১২ লাখ ৯৪ হাজার ৬৯ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১০ দিন টিকা প্রদান করা হবে (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত)। ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রসমূহে মোট ১৮ দিন টিকা প্রদান করা হবে (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত)। এছাড়া, আগামী ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট বা আউটরিচ ইপিআই কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হবে।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, প্রতিটি টিমে ২জন টিকাদান কর্মী ও ৩জন ভলান্টিয়ার কাজ করবে। ক্যাম্পেইনের সেশন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

তিনি বলেন, ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানটি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হবে। এতে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

এভারকেয়ারে ভর্তি খালেদা জিয়া
২৩ নভেম্বর ২০২৫ ২১:১৮

আরো

সম্পর্কিত খবর