ঢাকা: সামাজিক নিরাপত্তার আওতায় চলমান ৬টি নগদ সহায়তা কর্মসূচি পর্যালোচনা-পূর্বক ভাতার হার বাড়ানো, কমানো কিংবা অপরিবর্তিত রাখার বিষয়ে সুপারিশ প্রদানে ৯ সদস্য বিশিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় কার্যকরী কমিটি গঠন করেছে সরকার।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ-এর বাজেট অনুবিভাগ-১ থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি-১ অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং বাজেট-৯ শাখার একজন উপসচিব-কে কমিটির সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মন্ত্রিপরিষদ বিভাগের সিভিল রেজিস্ট্রেশন ও সামাজিক নিরাপত্তা অধিশাখার একজন যুগ্মসচিব; পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ-এর একজন যুগ্মপ্রধান/যুগ্মসচিব (সামষ্টিক ও প্রেক্ষিত পরিকল্পনা অনুবিভাগ); পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ-এর একজন যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা); বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র একজন পরিচালক (ন্যাশনাল একাউন্টিং উইং); সমাজসেবা অধিদফতর-এর একজন পরিচালক (সামাজিক নিরাপত্তা অধিশাখা); মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র পরিচালক এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের একজন পরিচালক (কাবিখা)।
গঠিত আন্তঃমন্ত্রণালয় কার্যকরী কমিটির কার্যপরিধির বিষয়ে অফিস আদেশে বলা হয়েছে- কার্যকরী কমিটি সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ৪টি কর্মসূচি, যথা- ‘বয়স্ক ভাতা কার্যক্রম’, ‘বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কার্যক্রম’, ‘প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম’ ও অনগ্রসর জনগোষ্ঠীগুলোর জীবনমান উন্নয়ন কার্যক্রম’সহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচি’- মোট ৬টি কর্মসূচি/কার্যক্রমের পর্যায়ক্রমিক পর্যালোচনা (পিরিয়ডিক রিভিউ) করবে;
কার্যকরী কমিটি পর্যায়ক্রমিক পর্যালোচনার ক্ষেত্রে ‘কনজ্যুমার প্রাইস ইনডেক্স’ (সিপিআই)-কে বেঞ্চমার্ক অর্থনৈতিক সূচক হিসেবে ব্যবহার করবে;
কমিটি বছরে একবার ভাতার হার পর্যালোচনা করবে;
কার্যকরী কমিটি ভাতার হার রিভিউ করে এর সুপারিশ সম্বলিত প্রতিবেদন ‘সামাজিক নিরাপত্তা সংক্রান্ত মন্তিসভা কমিটি/উপদেষ্টা পরিষদ কমিটি’র বিবেচনার জন্য উপস্থাপনের জন্য অর্থ সচিব বরাবর দাখিল করবে; এবং
কার্যকরী কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।