কুষ্টিয়া: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ. কে. এম. আলী মুহসিন বলেছেন, ‘আমাদের ৫৪ বছরের ইতিহাস বিচার করে দেখেন, আমাদের মধ্যে কোনো চাঁদাবাজি-দুর্নীতি নেই, আর থাকতেও পারেনা। এখন সময় এসেছে জনগনকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশকে গড়তে চাই। যার গায়ে যে ট্যাগই লাগানো থাকুক না কেন, সকলকে সঙ্গে নিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে উপহার দিতে চাই।’
বুধবার (৮ অক্টোম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর সভা কক্ষে কুষ্টিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।
কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন নায়েবে আমির মোঃ আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিন জোয়াদ্দারসহ জেলার জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
এসময় কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমীর হামজা বলেন, ‘কুষ্টিয়াতে যে সকল সরকারি প্রতিষ্ঠান আছে, সেগুলো জনবান্ধব করে তোলা দরকার। এসব জায়গায় মানুষ যেতে ভয় পায়। আমরা এগুলো জনবান্ধব করে গড়ে তুলবো।’
অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, জামায়াতে ইসলামী দেশ এবং জাতির কল্যাণে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। জনগন যাকে ভোট দেবেন তারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবেন।
মতবিনিময় কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।