Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুক দিয়ে ঘানি টানা মোস্তাকিন-সখিনার পাশে উপজেলা প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৬:২৮ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১৭:৪২

ইউএনও প্রিতম সাহার নেতৃত্বে মোস্তাকিনের বাড়িতে উপজেলা প্রশাসন। ছবি: সংগৃহীত

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের তিন যুগ ধরে বুক দিয়ে তেলের ঘানি টানা অসহায় মোস্তাকিন-সখিনা দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ইউএনও প্রিতম সাহার নেতৃত্বে ওই দম্পতির বাড়িতে গিয়ে বিভিন্ন সহায়তা প্রদান করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

সহায়তার মধ্যে ছিল—চার বান্ডিল ঢেউটিন, নগদ ১২ হাজার টাকার চেক, চার বস্তা শুকনো খাবার প্যাকেট (প্রতিবস্তায় ১০ কেজি চাল, ডাল, তেল, চিনি, লবণ, মসলা ইত্যাদি), ৫ পিস কম্বল ও এক মণ সরিষা।

উপজেলা নির্বাহী অফিসার জানান, মোস্তাকিন সাহেব বয়স্ক ভাতাভোগী এবং তার এক প্রতিবন্ধী সন্তানও প্রতিবন্ধী ভাতা পান। তবে তার স্ত্রী এতদিন বয়স ৬৫ বছরের নিচে থাকায় বয়স্ক ভাতা পাননি। এখন তাকে সেই ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তার এক বিশেষ চাহিদা সম্পন্ন নাতনীর জন্যও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ইউএনও প্রিতম সাহা বলেন, ‘তাদের নাতি-নাতনিদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। জীবিকা নির্বাহের জন্য দোকান বা অন্য কোনো বিকল্প কর্মসংস্থানের প্রয়োজনীয়তা জানালে আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।’

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মোস্তাকিন-সখিনা দম্পতির মানবেতর জীবনযাপনের সংবাদ প্রচারের পর নীলফামারীর জেলা প্রশাসক এবং রংপুরের বিভাগীয় কমিশনারের নির্দেশনায় উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে তাদের পাশে দাঁড়ায়।

সারাবাংলা/জিজি

উপজেলা প্রশাসন মোস্তাকিন-সখিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর