Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৬:৩২ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১৬:৩৪

হাকিমপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনাজপুর: ‘আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে হাকিমপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় সব স্কুল, কলেজের ছাত্রীসহ অনেক শিশুদের অভিভাবক উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, মহিলা বিষয়ক অফিস সহকারী কাম কম্পিউটার, আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

আলোচনা সভা জাতীয় কন্যা শিশু দিবস