Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে বন্দুকযুদ্ধে ১১ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৮ অক্টোবর ২০২৫ ১৭:০৯ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১৯:০৭

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১১ জন সামরিক কর্মী নিহত হয়েছেন। আফগান সীমান্তের কাছে ওরাকজাই জেলায় এই হামলার ঘটনা ঘটে।

বুধবার (৮ অক্টোবর) মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির সেনাবাহিনী একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার ভোরে একটি গোয়েন্দা অভিযান চলাকালীন এই বন্দুকযুদ্ধ শুরু হয়।

সামরিক বাহিনী আরও জানায়, এই গোয়েন্দা অভিযানের সময় ‘খাওয়ারেজ’-দের সঙ্গে তীব্র গুলি বিনিময় হয়। ‘খাওয়ারেজ’ শব্দটি তারা পাকিস্তান তালেবানের মতো নিষিদ্ধ গোষ্ঠীগুলোর জন্য ব্যবহার করে। তারা এই হামলার দায় স্বীকার করেছে।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ আরিফ এবং তার ডেপুটি মেজর তাইয়াব রাহাত, সঙ্গে আরও নয়জন সেনা। সেনাবাহিনী জানায়, এই সংঘর্ষে ১৯ জন সন্ত্রাসীও নিহত হয়েছে।

রয়টার্স বার্তা সংস্থা পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, জঙ্গিরা প্রথমে একটি সামরিক কনভয়কে রাস্তার পাশে পেতে রাখা বোমা দিয়ে অতর্কিতে আক্রমণ করে এবং তারপর গুলি চালাতে শুরু করে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর কাজের প্রশংসা করেন এবং নিহত সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান।

সাম্প্রতিক মাসগুলোতে, পাকিস্তান তালেবান পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর তাদের হামলা বাড়িয়ে দিয়েছে। এই গোষ্ঠীটি সরকারকে উৎখাত করে তাদের কট্টরপন্থী ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়।

ইসলামাবাদ দাবি করে, এই গোষ্ঠীটি প্রতিবেশী আফগানিস্তানকে পাকিস্তান-বিরোধী হামলার প্রশিক্ষণ ও পরিকল্পনা করার জন্য ব্যবহার করে, অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এই গোষ্ঠীটিকে অর্থায়ন ও সমর্থন করে। তবে এই দুটি অভিযোগই উভয় দেশ অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর