ঢাকা: নানা অভিযোগ অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সদস্য (গ্রেড-২)(মূসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন-কে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল ঢাকার সভাপতি পদে পদায়ন করা হয়েছে।
আর ট্রাইব্যুনালের সভাপদি পদে বর্তমানে দায়িত্বরত মোহাম্মদ লুৎফর রহমান-(সদস্য- চলতি দায়িত্ব)-কে বদলি করে জাতীয় রাজস্ব বোর্ডে স্থানান্তরিত করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-এর উপসচিব মো. হুমায়ুন কবীর-এর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে এনবিআর থেকে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের এই কর্মকর্তাকে তার বদলিকৃত কর্মস্থলে যোগদানের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে অবমুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ও কাস্টমস বিভাগের সাবেক কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৭ অক্টোবর এই মামলা হয়েছে। দুদক জানায়, বেলাল হোসাইনের এই অপরাধ প্রমাণিত হওয়ার কারণেই তারা মামলাটি করেছে। মামলায় স্পষ্ট উল্লেখ করা হয়, বেলাল হোসাইন যা করেছেন তা দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।