Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সবচেয়ে বড় অ্যাস্ট্রোনোমি ক্যাম্প শুরু আগামীকাল

রাবি করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৯:৪২ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ২০:২৬

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএসসিএফের প্রধান নির্বাহী নিলয় সাহা। ছবি: সংগৃহীত

রাবি: বাংলাদেশ সোশিও–কালচারাল ফোরাম (বিএসসিএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘বিএসসিএফ সেকেন্ড অ্যাস্ট্রোনমি ক্যাম্প–২০২৫।’

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজশাহী নভোথিয়েটারে উদ্বোধন শেষে রেজিস্ট্রেশন, গ্রুপ ওয়ার্ক, বিভিন্ন সেশন, ক্যাম্পেইন, অলিম্পিয়াড ও প্যানেল ডিসকাসনের মাধ্যমে এ আয়োজন চলবে তিন দিন। এতে রাজশাহীর বিভাগের এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএসসিএফের প্রধান নির্বাহী নিলয় সাহা।

সংবাদ সম্মেলনে নিলয় সাহা বলেন, ‘মাঝে মাঝেই আমরা শুনি বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ফিজিক্স অলিম্পিয়াডে সোনা জিতলো, রুপা জিতলো। কিন্তু অ্যাস্ট্রোনমিতে বাংলাদেশ কবে সোনা-রুপা জিতছে তা আমাদের জানা নেই। এই সমস্যাকে চিহ্নিত করেই মূলত আমাদের অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করা। এগুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের শিক্ষার্থীরা হয়তো আন্তর্জাতিক অলিম্পিয়াড এবং অ্যাকাডেমিক পর্যায়েও অ্যাস্ট্রোনমি নিয়ে পড়ার সুযোগ পাবে। আপনারা জানেন, বাংলাদেশে অ্যাকাডেমিকভাবে অ্যাস্ট্রোনমি পড়ানো হয় না। আমাদের এই আয়োজনের মাধ্যমে অ্যাকাডেমিকভাবে অ্যাস্ট্রোনমি পড়ানোর আন্দোলনকেও বেগবান করতে চাই।’

বিজ্ঞাপন

প্রাকউদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রায়হানা শামস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটাক তালুকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, নভোথিয়েটারের উপপরিচালক জনাব এবাদত হোসেন এবং বিএসসিএফ উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে মূল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিভাগের কমিশনার খন্দকার আজিম আহমেদ (এনডিসি) এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন রুয়েটের উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসাবে থাকবেন প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার, প্রফেসর ড. আব্দুল্লাহ শামস বিন তারিক, প্রফেসর ড. মোজ্জামেল হোসেন (বকুল), অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান ও ওমর ফারহান খান। এদিন বিশেষ সেশনে বক্তব্য রাখবেন প্রখ্যাত অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাউলিন।

শেষ দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে শুরু হবে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও প্যানেল আলোচনা। এতে ‘বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তরুণ এক্টিভিস্ট উমামা ফাতিমা ও ক্যাম্প চীফ সামিন ইয়াসার সাদ। এতে সঞ্চালনা করবেন যমুনা টেলিভিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এডিটর মাহফুজ মিশু।

এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্যগণ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, নভোথিয়েটারের মহাপরিচালক, ডা. ইকবাল হোসেন ও নাজমুল কবির আল মেহমুদ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সংগীত শিল্পী মাশা ইসলাম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্যাম্প চীফ সামিন ইয়াসার সাদ, জনসংযোগ উপকমিটির আহ্বায়ক নূর আহসান প্রমুখ।

সারাবাংলা/জিজি

অ্যাস্ট্রোনোমি ক্যাম্প রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর