Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিম্নমুখী প্রবণতায় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ২১:২০ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ২২:২০

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় মাসে তথা গত আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার কমেছে। আলোচ্য মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৫ শতাংশ। এর আগের মাসে অর্থাৎ গত জুলাইয়ে এ হার ছিল ৬ দশমিক ৫২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক সূত্র মতে, চলতি পঞ্জিকা বছরের প্রথমার্ধের মুদ্রানীতির লক্ষ্যমাত্রা অনুযায়ী বেসরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। গত জানুয়ারি-জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১০ শতাংশ। এর বিপরীতে অর্জিত হয়েছে সাড়ে ৬ শতাংশের মতো।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, গত বছর সরকারের পালাবদলের পর ২০২৪-২৫ অর্থবছরের পুরো সময়ই বেসরকারি খাতে ঋণের চাহিদা ছিল নিম্নমুখী। চলতি ২০২৫-২৬ অর্থবছরেও সেই প্রবণতা চলমান রয়েছে।

তথ্য মতে, গত ২০২৪ সালের আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ। পরের মাস সেপ্টেম্বরে তা আরও কমে হয় ৯ দশমিক ২০ শতাংশ, যেটি ছিল তিন বছরের মধ্যে সর্বনিম্ন। নিম্নমুখী এ হার পরের মাসে আরও কমে দাঁড়ায় ৮ দশমিক ৩০ শতাংশে। আর নভেম্বরে সেটা কমে ৭ দশমিক ৬৬ শতাংশে নেমে যায়। বিদায়ী বছরের ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়ায় ৭ দশমিক ২৮ শতাংশ। জানুয়ারিতে তা আরও কমে ৭ দশমিক ১৫ শতাংশে নেমে যায়। ফেব্রুয়ারিতে তা আরও কমে ৬ দশমিক ৮২ শতাংশে নামে। মার্চে তা কিছুটা বেড়ে ৭ দশমিক ৫৭ শতাংশ হলেও এপ্রিলে তা কমে হয় ৭ দশমিক ৫০ শতাংশ। মে মাসে তা আরও কিছুটা কমে ৭ দশমিক ১৭ শতাংশে নেমেছে। জুনে ছিল ৬ দশমিক ৪৫ শতাংশ।

এ বিষয়ে জানতে চাইলে মির্জ্জা আজিজুল ইসলাম সারাবাংলা-কে বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি এখনো সন্তোষজনক না হওয়ায় বিনিয়োগ হচ্ছে না। ফলে ঋণের চাহিদাও বাড়ছে না। বেসরকারি খাতের বিনিয়োগ অনেকদিন ধরেই জিডিপির আনুপাতিক হারে ২২-২৩ শতাংশের সীমায় উঠা-নামা করছে। এ পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে বিনিয়োগ স্থবিরতা আরও বাড়বে। এতে উৎপাদন হবে না, সেই সঙ্গে কর্মসংস্থানও হবে না। ফলে সরকারের যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রয়েছে, সেটাও অর্জিত হবে না।’

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে। তারা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন। তবে তারা যদি ঋণ চায়, তাহলে আমরা তা দেওয়ার জন্য প্রস্তুত আছি।’

বিজ্ঞাপন

২৯ নভেম্বর ইসির ‘মক ভোটিং’
২৫ নভেম্বর ২০২৫ ১৩:২৮

আরো

সম্পর্কিত খবর