লক্ষ্মীপুর: ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিগত সরকারের আমলে দেশের অর্থনীতি তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল। দুঃখজনকভাবে আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে, সে ১ লাখ ১০ হাজার টাকার ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে।
বুধবার (৮ অক্টোবর) রাতে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে জেলা জামায়াতের ব্যানারে এ আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, ’আমাদের সম্ভাবনা অপার। প্রশাসন ও রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করে, যাকাতভিত্তিক অর্থব্যবস্থাকে রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করলে বাংলাদেশ ৫ থেকে ১০ বছরের মধ্যে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো উন্নত দেশকে অতিক্রম করে যাবে।
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমেদ, টুমচর ইসলামীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি, জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সেক্রেটারি জহির উদ্দিন, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।