বাংলাদেশি জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যের (বিএনডিএ) ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আতিকুর রহমান রুমন গত সোমবার (৬ অক্টোবর) এই কমিটিকে অনুমোদন দেন। এর মধ্য দিয়ে প্রবাসে জাতীয়তাবাদী আন্দোলনের নতুন নেতৃত্বের সূচনা হলো বলে জানিয়েছে সংগঠনটি।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী চৌধুরী। সদস্যসচিব করা হয়েছে শাহ যোবায়েরকে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রবাসীদের সমন্বয়ে গঠিত হয়েছে এই ১০১ সদস্যের কমিটি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রবাসে জাতীয়তাবাদী আদর্শকে সুসংগঠিত ও শক্তিশালী করতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আতিকুর রহমান রুমন নবনিযুক্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রবাসী দেশপ্রেমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কমিটি প্রবাসে একটি ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, প্রবাসের তরুণ ও অভিজ্ঞ জাতীয়তাবাদী নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটি ভবিষ্যতে বৈশ্বিক পরিসরে জাতীয়তাবাদী আদর্শকে আরো সুসংহত করবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দলের অবস্থানকে শক্তিশালী করবে।
সংগঠনের সূত্র জানায়, তাদের স্লোগান জাতীয়তাবাদের চেতনায়, প্রবাসীদের ঐক্যে। এই অঙ্গীকারকেই প্রতিফলিত করে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের মূললক্ষ্য হলো জাতীয়তাবাদের চেতনায় প্রবাসীদের ঐক্যবদ্ধ করা, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়া, প্রবাসী বাংলাদেশিদের জন্য সমর্থনমূলক উদ্যোগ গ্রহণ করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা সমুন্নত রাখা।