২০২৬ বিশ্বকাপের বাকি মাত্র কয়েক মাস। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ফিফা বিশ্বকাপের আগামী আসরের জন্য চলছে বাছাইপর্বের কঠিন লড়াই। এই যুদ্ধ জয় করে এরই মধ্যে ১৯টি দেশ নিশ্চিত করেছে বিশ্বকাপের মূল পর্বে খেলা।
শত বছরের প্রথা ভেঙে এবারই প্রথম ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। বাছাইপর্বেও তাই এসেছে বড় পরিবর্তন। প্রতিটি মহাদেশ থেকেই আগের তুলনায় বেশ দল পৌঁছে যাবে মূল পর্বে।
স্বাগতিক দেশ হিসেবে আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে।
এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান।
আফ্রিকা থেকে গত রাতেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে মিশর। এর আগে তিউনিসিয়া ও মরক্কো বিশ্বকাপের টিকিট পেয়েছিল।
ওশেনিয়া অঞ্চল থেকে একমাত্র দেশ হিসেবে বিশ্বকাপে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। এখনো বিশ্বকাপে খেলার জন্য জায়গা বাকি আছে ২৯টি।
ইউরোপিয়ান অঞ্চল থেকে এখনো কখনো দেশ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করতে পারেনি। তবে এই মাসেই মূল পর্বের টিকিট কাটতে পারে ফ্রান্স, স্পেন, পর্তুগালসহ বেশ কয়েকটি দেশ।
আগামী বছরের ১১ জুন শুরু হয়ে ফিফা বিশ্বকাপের পর্দা নামবে ১৯ জুলাই।