উত্তরা ক্লাবে অভিযান চালাচ্ছে শুল্ক গোয়েন্দা
৯ জুলাই ২০১৮ ১৮:৪৬ | আপডেট: ৯ জুলাই ২০১৮ ১৮:৪৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি মদ বিক্রির অভিযোগে রাজধানীর উত্তরা ক্লাবে অভিযান পরিচালনা করছে শুল্ক গোয়েন্দা সংস্থার একটি দল।
সোমবার (৯ জুলাই) বিকেল ৪টা থেকে এই অভিযান শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো অভিযান চলছে। অভিযানে এরই মধ্যে বিপুল পরিমান বিদেশি মদ জব্দ করেছে শুল্ক গোয়েন্দরা।
গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি মদ বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হচ্ছে।
তবে এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক শহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চলছে। এখন পর্যন্ত বিপুল পরিমান বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএইচ/এমআই