Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদানের আওতায় ৬ লাখ ৩০ হাজার শিশু-কিশোর

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৫:৩৩

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন।

লক্ষ্মীপুর: সরকারের ইপিআই কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। আগামী রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া কার্যক্রমে এ বছর জেলার ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।

এ সময় বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহীন, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হানসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এই টাইফয়েড টিকা পাবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিদ্যমান ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে।

সারাবাংলা/এসআর/এনজে

টাইফয়েড টিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর