বাগেরহাট: মা ইলিশ সংরক্ষণ ও বংশবৃদ্ধির জন্য মোংলার পশুর নদীতে সম্মিলিত অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে থেকে তারা অভিযান পরিচালনা করে। এসময় নদীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে মা ইলিশ রক্ষার্থে ইলিশের প্রজননক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান বলেন, বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দিন-রাত ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী এবং পুলিশ অন্যান্য সংস্থার সঙ্গে সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে।
একইসঙ্গে পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলার যেন বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মৎস্য আহরণ করতে না পারে, সেজন্য বাংলাদেশ কোস্টগার্ডের টহলরত জাহাজগুলো সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
এছাড়াও উপকূল ও সমুদ্রে যেকোনো প্রয়োজনে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করলে অতিদ্রুত সহায়তা প্রদানের জন্য সব সময় প্রস্তুত রয়েছে কোস্টগার্ড।