চুরি করাই পেশা, বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন নিয়ে হাতে উঠল হাতকড়া
৯ জুলাই ২০১৮ ১৮:৫১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: অতিথিবেশে বিয়ে এবং মেজবান অনুষ্ঠানে যেতেন তারা। সুযোগ বুঝে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার এবং ভ্যানিটি ব্যাগ চুরি করাই ছিল তাদের পেশা।
সোমবার (৯ জুলাই) চট্টগ্রাম নগরীতে চোর চক্রের ছয়জনকে আটক করে কোতয়ালি থানা পুলিশ। এদিন ভোর থেকে দুপুর পর্যন্ত শহীদ এনএমজে কলেজের পাশে একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। উদ্ধার করা হয় ২৩টি মোবাইল ফোন।
এরা হলেন, হামিদা বেগম (৪০), তার মেয়ে ফাতেমা বেগম (২৬) ও ছেলে নূর হোসেন (১৮), আত্মীয় রিপা আক্তার (১৫), জান্নাত আরা ফেরদৌস (১৪) ও সফুরা (১৯)।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে বলেন, কয়েকদিন আগে লাভ লেনে স্মরণিকা কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোবাইল ফোন চুরি করে তারা। সেই ঘটনা তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পাওয়া যায়। এরা অতিথিবেশে বিয়ে, মেজবান এবং বিভিন্ন অনুষ্ঠানে যেতেন। সুযোগ বুঝে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার, ভ্যানিটি ব্যাগ চুরি করতেন। হামিদা, ফাতেমা ও নূর কমিউনিটি সেন্টারের বাহিরে অপেক্ষা করতেন, বাকিরা অনুষ্ঠান থেকে চুরি করে জিনিসপত্র তাদের কাছে পৌঁছে দিতেন।
সারাবাংলা/আরডি/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook