ব্রাহ্মণবাড়িয়া: নিখোঁজ হওয়ার দুই দিন পর ভেসে উঠেছে ইব্রাহীম (১০) নামের এক শিশুর মরদেহ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল ইব্রাহীম।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের ইছাপুরা এলাকায় ঢোলভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইব্রাহীম বাঞ্ছারামপুর উপজেলার আমান উল্লাহ ভুঁইয়ার ছেলে এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার সকালে গোসল করতে গিয়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় ইব্রাহীম। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার প্রচেষ্টা চালায়। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরাও যোগ দেন। পরবর্তীতে চাঁদপুর থেকে আসা একটি ডুবুরি দল দুই দিন ধরে উদ্ধার তৎপরতা চালিয়েও ইব্রাহীমকে খুঁজে পায়নি। অবশেষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ভেসে ওঠে ইব্রাহীমের নিথর দেহ।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিল আহমেদ খান জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটির মরদেহ পচে ফুলে গেছে। ইব্রাহীমের বাবা মরদেহ শনাক্ত করেছেন।